কার্বন নিঃসরণ হ্রাস ও সুস্থ নগর গঠনে সাইক্লিং সহায়ক

এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন’র উদ্বোধনীতে বক্তারা

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

কার্বন নিঃসরণ হ্রাস, জ্বালানি সাশ্রয় ও সুস্থ নগর গঠনে সাইক্লিংয়ের বিকল্প নেই এমন বার্তা নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ‘এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন’। টেকসই নগর পরিবহন ও সবুজ জীবনধারার প্রচারে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন হয় গতকাল শনিবার ‘রাইড ফর দ্যা ফিউচার’ বিষয়ক সাইকেল শোভাযাত্রার মাধ্যমে। এসডিজি ইয়ুথ ফোরাম ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে এবং ইপসার সহযোগিতায় এই র‌্যালিতে অংশ নেন শতাধিক সাইক্লিস্ট। শোভাযাত্রাটি সিআরবি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। সঞ্চালনা করেন মিনহাজুর রহমান শিহাব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, ইপসার সহকারী পরিচালক আব্দুস সবুর, সহমর্মিতা ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম রাহী, নিসচা, চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জি এম মো. আব্দুর রহিম, এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল, জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাজু ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম জেলার সভাপতি ইবতিদ ইয়াছার জিনান, আসিফুর রহমান, জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম, তাফরিহা নুর, আসমা সাদেকা সাবাহ।

বক্তারা বলেন, সাইক্লিং শুধু কার্বন নিঃসরণ কমায় না বরং এটি জনস্বাস্থ্য উন্নয়ন, শারীরিক সুস্থতা ও পরিচ্ছন্ন নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের এমন অংশগ্রহণ ভবিষ্যতের জন্য টেকসই ও নিরাপদ পৃথিবী গড়ার অনুপ্রেরণা যোগাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের মছজিদ্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প
পরবর্তী নিবন্ধসকল নিবন্ধিত দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব