কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি রচিত দুটি গ্রন্থের মোড়ক গত ১ অক্টোবর উন্মোচিত হলো ঢাকার মোহাম্মপুরে সিবিসিবি সেন্টার মিলনায়তনে। ‘খ্রিষ্টমণ্ডলী ও পালকীয় কর্মকাণ্ড’ বিষয়ে দুটি খণ্ডে বই দুটি প্রকাশিত হয়। এর প্রথম খণ্ডটি চট্টগ্রাম ও রাজশাহী ডাইয়োসিস এবং দ্বিতীয় খণ্ড ঢাকা আর্চডাইয়োসিসের ধর্মপাল থাকাকালীন সার্বিক অভিজ্ঞতার নির্যাস। বিশপ বা ধর্মপাল হিসেবে তিনি ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা খ্রিষ্টীয় ধর্মপ্রদেশের দায়িত্ব পালন করেন। তার ৭৮তম জন্মদিনে বই দুটি প্রকাশিত হয়।
সিবিসিবি সেন্টারের পরিচালক ফাদার তুষার গমেজ স্বাগত বক্তব্য রাখেন। গ্রন্থ দুটির পরিচিতি তুলে ধরেন ফাদার আগষ্টিন বুলবুল রিবেরু। মোড়ক উন্মোচন করেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ। কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক জেমস্‌ গোমেজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক সঞ্জীব দ্রং, সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার ও বিশপ থিওটনিয়াস গমেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ডিএমডি হলেন লতিফ হাসান
পরবর্তী নিবন্ধলাইটার শ্রমিক ইউনিয়নের মানববন্ধন