চকরিয়ায় ১ দিন বয়সী এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পৌরশহরের থানা সড়কের পাশ থেকে বক্সবন্দী ওই নবজাতকের লাশ উদ্ধার হয়। থানার এসআই মো. সুজাউদ– দৌলা ঘটনাস্থলে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করেন। তিনি জানান, নবজাতকের একটি হাত ভাঙ্গা ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারনা হয়তো অবৈধ সম্পর্কের জেরে জন্ম নেওয়া নবজাতকটিকে হত্যার পর বক্সভর্তি করে রাতের আঁধারে সড়কের পাশে ফেলে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে। পরে কঙবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।












