কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলার কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ আয়োজিত ২৩তম কার্গিলের পুনর্মিলনী ও মিলন মেলা গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ মনিরুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ডা. মোহাম্মদ মনিরুল আলম, সাইফুর রহমান লিংকন এবং মুজিবুর রহমান জাহিদ। উপস্থিত সিনিয়র কার্গিলিয়ানরা হলেন ড. মোহাম্মদ মোস্তফা, কৃষ্ণ কুমার দত্ত, লিয়াকত আলী চৌধুরী, ডা. আব্দুল জলিল, সাইফুর রহমান লিংকন, মোহাম্মদ আবু তাহের, সিরাজুল ইসলাম চৌধুরী, জামান হোসাইন মঞ্জু, হাসিবুল কবির লোটন, আব্দুল হাই খান, মো. জামাল উদ্দিন, মো. আলী, মো. আব্দুর রহিম, নিতাই প্রসাদ রায়, মো. আলমগীর মাস্টার, অধ্যাপক মশিউর রহমান, আবিদুর রহমান, জাহাঙ্গীর আলম, আমিন রসুল। যাদের সাংগঠনিক দক্ষতায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ মনিরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে রিক্সা পেল বেগম রোকেয়া
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে বিভিন্ন সংগঠন