কারো পৌষ মাস, কারো সর্বনাশ

হাকিমুন নেছা বাপ্পি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

কনকনে শীত। বাইরে ঠাণ্ডা বাতাস, কুয়াশায় অন্ধকারচ্ছন্ন পরিবেশ। শীতের কাপড় পরে বের হলেও মনে হয় শীত কাবু হবে না। শীতের কাপড় মুড়িয়ে বের হলেও তবু ঠাণ্ডায় হাত পা অবশ হয়ে আসে। হাঁটতে গেলে পথের পাশে দেখা যায় কয়েকজন ছোট বড় বৃদ্ধ লোক শুয়ে আছে কারো গায়ে শীতের কাপড় নেই। কোনো রকম পাতলা কাপড়, বস্তা জড়িয়ে শুয়ে আছে। অন্য দিকে কয়েকজন কিছু কাগজ পাতা দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে। চারপাশের বিল্ডিংগুলোতে শুনশান নীরব অবস্থা কারো বাসায় বাতি জ্বলছে আবার কারো বাসায় বাতি বন্ধ। ঠাণ্ডা গাছের নিচে কোণায় ঝোপে কুকুরগুলোও কাঁপছে। আবার দেখা যায় কয়েকজন মিলে হাসতে হাসতে হাঁটছে। তাদের গায়ে শীতের কাপড় মুড়ানো। কারো মুখে থেকে সিগারেটের ধুঁয়া বের হচ্ছে আবার কেউ কফি হাতে হাঁটছে। হায়রে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। শীতকালে হয়তো এতটা আরাম আয়েসে জীবনের আনন্দ উপভোগ করছেন অনেকে আবার অনেকে কোনো রকম একমুঠো খাবারের জন্য শীতের মধ্যে ও ঘুরছে অন্যের দুয়ারে।

অসহায় মানুষগুলো ও ধনীদের মতো মানুষ। জন্ম যদি ও বা হয় ধনী গরীব পরিবারে কিন্তু মৃত্যুর ঠিকানা সবার একই মাটির তৈরি ঘরে। কেন এত ভেদাভেদ এই পৃথিবীতে। আসলে বাস্তবতার কাছে আমরা অসহায়। শীতের এমন কষ্টেও পারি না আমরা ওদের পাশে একটু দাঁড়াতে!

পূর্ববর্তী নিবন্ধমফস্বল গ্রামগুলোতে মাদকের অবাধ বিস্তার
পরবর্তী নিবন্ধবাবার শেষ স্মৃতি