কাপ্তাই উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সুইসাই মং মারমা (৩৫)। তিনি উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মতিপাড়ার তালতলী এলাকার স্থানীয় মংচো মারমার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার বিকালে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুইসাই মং মারমা মোটরসাইকেল নিয়ে বাঙ্গালহালিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রঘোনামুখি একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাকেল চালক সুইসাই মংয়ের মাথায় আঘাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে প্রাইভেট কারের চালক দ্রুত গাড়ি নিয়ে পালাতে গিয়ে চন্দ্রঘোনা ফেরীঘাটে আটকা পড়েন। সেখান থেকে চন্দ্রঘোনা থানা পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আজ লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।








