সীতাকুণ্ডে সাগরে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে দুই নৌ-পুলিশ জেলেদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় সাগর উপকূলে এ হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন নৌ-পুলিশের কনস্টেবল অনিক বড়ুয়া ও তিলক পাল। এদের মধ্যে অনিক বড়ুয়ার হাত ভেঙে গেছে।
জানা যায়, জেলেদের কাছে নিষিদ্ধ কারেন্ট জাল রয়েছে এমন তথ্যের ভিত্তিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় জুড়ে অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করে নৌ পুলিশ। এসময় কয়েকজন জেলে পুলিশের উপর হামলা করে। বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ সদরঘাট থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, সোমবার বিকেলে সাগরে নিষিদ্ধ চরঘেরা, চায়না দুয়ারি ও বেহুন্দি জাল বসিয়ে মাছ ধরছিলো জেলেরা। যা সরকারিভাবে নিষিদ্ধ। এসব জাল দিয়ে মাছ ধরতে গিয়ে রেনু ও পোনা মারা যায়। অভিযানে উদ্ধার করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।