বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। স্বাভাবিকভাবে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক পরে থাকেন পাতৌদি নবাব পরিবারের এই পুত্রবধূ। খবর বাংলানিউজের। সমপ্রতি মুম্বাইয়ের বাসভবনের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন কারিনা। এসময় ক্যাজুয়াল আউটফিটে ধরা দেন তিনি। তার পরনের নীল রঙের টি–শার্টে বহু রঙের প্রিন্ট করা। ওভারসাইজের টি–শার্ট এখন আলোচনায় উঠে এসেছে। কারণ কারিনার একটি টি–শার্টের অর্থে কারো কারো পরিবার পুরো মাস চলতে পারে। বলিউড শাদি ডটকম জানিয়েছে, কারিনার পরনের টি–শার্টটি তৈরি করে মার্কিন ফ্যাশন ব্র্যান্ড র্যাগ অ্যান্ড বোন। বিলাসবহুল এ ব্র্যান্ডের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, টি–শার্টটির মূল্য ৩৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ হাজার ৮১২ টাকা। এদিকে, কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটিতে আরো অভিনয় করেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ নির্মাণ করেন অদ্বৈত চন্দন।