ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা- এই স্লোগানে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ একটি হোটেল অনুষ্ঠিত হয়। নভেম্বর ২০২১ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত বছরব্যাপী সারা দেশে সুবর্ণজয়ন্তী উদযাপন করবে কারিতাস বাংলাদেশ। সকালে সুবর্ণজয়ন্তীর এক শোভাযাত্রা সেন্ট প্লাসিডস্ হাই স্কুল ও কলেজ মাঠ হতে শুরু হয়ে হোটেল সৈকত প্রাঙ্গণে শেষ হয়। পরে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী দিন উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস্ রমেন বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি অব অনার ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, ব্রাদার লরেন্স ডায়েস সিএসসি, ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, ভারতের আগরতলার বিশপ লুমেন মন্তেরো সিএসসি। অনুষ্ঠানে এছাড়াও বাংলাদেশের সকল কাথলিক বিশপগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কারিতাসের ৫০ বছরের অর্জনের ইতিহাস সংক্ষেপে উপাস্থাপন করেন কারিতাসের পরিচালক (কর্মসূচি) জেমস্ গোমেজ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাসের পরিচালক (অর্থ ও প্রশাসন) যোয়াকিম গমেজ, আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাধুরাম ত্রিপুরা মিল্টন, বেবী রাণী দে, নোমান উল্লাহ বাহার, পিটার বাড়ৈ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











