কারিতাসের মাদক বিরোধী সভা

| শনিবার , ২৯ মে, ২০২১ at ৪:৫৫ পূর্বাহ্ণ

মাদক প্রতিরোধে সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি পরিবারকেও আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। অভিভাকদের ভালবাসা ও বন্ধুসুলভ আচরণ সন্তানদেরকে মাদক হতে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত ২৭ মে অনুষ্ঠিত কারিতাসের মাদকবিরোধী নেটওয়ার্কিং ফোরামের সভায় বক্তারা এসব কথা বলেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে নেটওয়ার্কিং ফোরাম সভা আয়োজন করা হয়। স্মাইল প্রকল্পের ডিআইসি ইনচার্জ সুরেশ দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক রেমি সুবাস দাস। ফোরামের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা দেবব্রত পাল। সভায় প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দরবারের প্রতিনিধি মো. সোরোয়ার আলম মিডু, চকবাজার জয়নগর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. ইউসুফ, চকবাজার জয়নগর ক্লাবের সভাপতি মো: নাজিমউদ্দীন,চকবাজার গোয়াছি বাগান মহল্লা কমিটির সভাপতি নৃপেন্দ্র সিংহ । সভা শেষে মাদারবাড়ী ও বাকলিয়া ডিআইসি সেন্টারের ১০জন রিকভারি ক্লায়েন্টকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আয়বৃদ্ধি মূলক পেশার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরায় সৌদি খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসরকারি রিপোর্ট প্রত্যাখ্যান চার সংগঠনের