রাঙ্গুনিয়ায় কারিতাস সাঙ্গু মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার–চট্টগ্রাম কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ইসলামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মৃনাল কান্তি দেব নাথ, ইউপি সদস্য মুহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী এমরান, নুরুল আলম, স্মৃতি প্রভা তঞ্চাঙ্গ্যা, শামীমা আক্তার, কারিতাসের এরিয়া ম্যানেজার বিজন কান্তি দে, মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য, সিটিএসপি‘র পিও শেখর চন্দ্র বনিক প্রমুখ।
সঞ্চালনা করেন প্রকল্পের এনিমেটর মো. নাছির উদ্দীন। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীগণ, প্রকল্ল সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মীরা অংশগ্রহণ করেন। শেষে ১৬ জন কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং গ্রামীণ নারী–পুরুষদের মাঝে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।