কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই

সিবিইউএফটির একাডেমিক কার্যক্রম উদ্বোধনে ড. ওবায়দুল করিম

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

খুলশীর বিজিএমইএ ভবনস্থ চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) ক্যাম্পাসে সামার সেমিস্টারের সকল ব্যাচের একাডেমিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ইতিমধ্যে সামার সেমিস্টারে নতুন ব্যাচের ভর্তি কার্যক্রমও সমাপ্ত হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগপ্রাপ্ত নতুন ছাত্রছাত্রীরা গতকাল শনিবার তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করল। নতুন ব্যাচের শিক্ষার্থীগনকে স্বাগত জানিয়ে সিবিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা বিকল্প নেই, তাই দেশে দক্ষ ও প্রশিক্ষিত গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে সিবিইউএফটি টেঙটাইল ও গার্মেন্টস শিল্পের উপযোগী আর্ন্তজাতিক মানের শিক্ষা প্রদান করে আসছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিতভাবে পড়ালেখা ও ব্যবহারিক অনুশীলনের উপর গুরুত্বারোপ করেন। বর্তমানে চারটি ব্যাচের শিক্ষার্থীরা সামার সেমিস্টারের পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের যুবক নিহত
পরবর্তী নিবন্ধউজানের দেশের কাছে বন্যার পূর্বাভাস চাওয়া হবে : রিজওয়ানা