কারা খেলবেন ফাইনাল কী বললেন সেই ‘ভবিষ্যৎ বক্তা’

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কথা আগেই বলে দিয়েছিলেন। তার ভবিষ্যত বাণীর সঙ্গে তাল মিলিয়েই বিশ্ব জুড়ে এসেছিল কোভিড অতিমারি। তার পর থেকেই ভবিষ্যত বক্তা হিসাবে প্রচারের আলোয় উঠে এসেছেন অ্যাথোস সালোমি। তিনি এ বার আগাম জানিয়ে দিলেন ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দেশ।

অ্যাথোস ব্রাজিলীয়। তার ভবিষ্যত বাণী অনুযায়ী কাতারে নেইমারদের চ্যাম্পিয়ন হওয়ার কোনও সম্ভাবনা নেই। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যত বাণী মিলেছে। তাই তার কথা অনেকেই বিশ্বাস করেন। অ্যাথোস বলেছেন, ‘এ বার ব্রাজিলের কোনও সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না।’

ব্রাজিলের এই ভবিষ্যত বক্তার কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। এগুলি হল আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। তিনি বলেছেন, ‘ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে।’ কারা তারা? অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দু’দল হল আর্জেন্টিনা এবং ফ্রান্স। অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।

গত কয়েক বছরে অ্যাথোসের কয়েকটি বড় ভবিষ্যত বাণী মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ ধরে নিয়েছেন এ বার বিশ্বকাপ উঠবে লিওনেল মেসির হাতে। অ্যাথোস মানুষের কৌতুহল বাড়িয়ে বলেছেন, ‘আশা এবং প্রার্থনা করুন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। আকাশ থেকে যেন বিমান ভেঙে না পড়ে।’- আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী নিবন্ধ২১৪ জনের বিরুদ্ধে মামলা ৩ হিজড়াসহ গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধমীরসরাই থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ বাস্তবায়ন আর দূরে নয়