কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় জেল কর্তৃপক্ষ তাদের কোনো অবহেলা খুঁজে পায়নি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গঠন করা কমিটি গতকাল বুধবার প্রতিবেদন জমা দিয়েছে। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার মুশতাকের মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র জেল সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল। একই ঘটনায় পৃথক ৫ সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। এছাড়া মুশতাকের মৃত্যুর কারণ জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুরের জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি
কারাগারে বন্দি মুশতাক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।