কারাফটকে শেষবার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগের সাদ্দাম

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কারাবন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রীসন্তানের লাশ দেখলেন কারাফটকেই। গতকাল শনিবার সন্ধ্যায় সাদ্দামের ৯ মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মত ছুয়ে দেখেন তিনি। এরপর আবার তাকে কারাগারের পাঠানো হয় বলে জেলার আবিদ আহম্মেদ জানান।

চব্বিশের জুলাইআগস্ট আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন সাদ্দাম। শুক্রবার বিকালে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তার স্ত্রীসন্তানের লাশ উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

পুলিশ বলছে, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান লাশ উদ্ধারের পর বলেন, এই মৃত্যু নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে। অনুসন্ধানের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।

স্ত্রীসন্তানের লাশ উদ্ধারের খবর পেলেও কারাগার থেকে মুক্তি পাননি সাদ্দাম। পরবর্তীতে তার স্ত্রীসন্তানের লাশ নেওয়া হয় কারাফটকে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বলেন, গত ১৫ ডিসেম্বর জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। সব নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর পর আবার জুয়েল হাসান সাদ্দামকে তার নিজ ওয়ার্ডে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা শঙ্কায় হাদির ভাইয়ের জিডি
পরবর্তী নিবন্ধহোমিও দোকানে ডেকে নিয়ে শিশুকে নিপীড়নের অভিযোগ কথিত চিকিৎসক আটক