কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ইমরান খানের

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১১:১১ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান তোষাখানা মামলায় পাওয়া দণ্ডাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টে এই আপিল আবেদন করা হয়েছে বলে ইমরানের আইজীবী নাঈম পানঝুতা জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের। শনিবার তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করে ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। খবর বিডিনিউজের।

২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান বিদেশি বিশিষ্টজনদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেই রাষ্ট্রীয় সম্পদ তিনি ও তার স্ত্রী বুশরা বিবি বেআইনিভাবে বিক্রি করে দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়। এই নিয়ে সচেতনভাবে মিথ্যা বলার দায়ে অভিযুক্ত করে অসৎ চর্চার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে ওই সাজা দেয় আদালত।

নিয়ম অনুযায়ী, উচ্চ আদালত আপিল আবেদন অনুমোদন করলে তখন এটি শুনানির জন্য নির্ধারিত হবে। শুনানির মাধ্যমে জেলা আদালতের রায়ের বিরুদ্ধে ইমরানের আইনজীবী যেসব পর্যবেক্ষণ তুলে ধরেছেন তা নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। গত বছর পার্লামেন্টে এক অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান (৭০)। তারপর থেকে তাকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে আছে। এতে অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত পারমাণবিক শক্তিধর পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে নিহত ৭
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু