কারাতে স্কুল শিক্ষার্থীদের নতুন বেল্ট ও সনদ প্রদান

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

কারাতে স্কুল ফুলকির ৫০জন শিক্ষার্থীর মাঝে গতকাল রবিবার নতুন বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের পরিচালক সৈয়দা খুরশীদা বেগম ও প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার।
অতিথি সৈয়দা খুরশীদা বেগম বলেন, শিশুরা নিজেদের শরীর ও মন গঠনের জন্য কারাতে ক্লাসে যে চর্চা করছে তা প্রশংসনীয়। প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার বলেন, এই অতিমারীতে শিশুদের মন ও শরীর ঠিক রাখতে কারাতে বিশেষ ভূমিকা রাখছে। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রশিক্ষক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাতে স্কুলের পরিচালক বিদ্যুৎ সাহা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক দিলরুবা আক্তার কর্মগুণে অমর থাকবেন
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের ঈদ পুনর্মিলনী