চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের নিয়মিত মান যাচাইয়ে প্র্যাকটিকেল ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে সম্প্রতি। আর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টার অরেঞ্জ বেল্ট হতে অরেঞ্জ বেল্ট লাভ করেছে মুদাসসির রহমান রিয়াদ। তাকে বেল্ট পরিয়ে দেন ওয়ার্ল্ড এশিয়ান কারাতে জাজ ও কারাতে এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লতা পারভীন। প্রেস বিজ্ঞপ্তি।