শেখ কামাল যুব গেমসের চতুর্থ দিনটাও বেশ ভালই কেটেছে চট্টগ্রাম বিভাগের। গতকাল কারাতে থেকে ৫টি এবং মেয়েদের টেবিল টেনিস থেকে একটি সহ ৬টি স্বর্ণ পদক লাভ করে চট্টগ্রাম বিভাগ। আর এর ফলে চট্টগ্রামের স্বর্ণ পদক হলো ২৫টি। কারাতের অনূর্ধ্ব–৪৫ কেজি ওজন শ্রেনীর কুমিতে সৌরন্তি দত্ত এবং কারাতের অনূর্ধ্ব–৫০ কেজি ওজন শ্রেণীর কুমিতে সৈয়দ মোহাম্মদ শওকত আলী চট্টগ্রামকে স্বর্ণ পদক এনে দেয়। তরুণদের ব্যক্তিগত কাতা ইভেন্টে সিইকাও মারমা স্বর্ণ এবং মহরম আলী রৌপ্য পদক লাভ করে। তরুনীদের ব্যাক্তিগত কাতা ইভেন্টে রুইতং ম্রো স্বর্ণ এবং সোনাই মারমা রৌপ্য পদক লাভ করে। কারাতের অনূর্ধ্ব–৪৫ কেজি ওজন শ্রেণীর খুমি ইভেন্টে চট্টগ্রাম বিভাগের অমিত কান্তি দে স্বর্ণ এবং গোলাম মুশাফিকুজ্জামান শাকিল রৌপ্য পদক লাভ করে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ কারাতে ইভেন্টে ১টি ব্রোঞ্জ পদক লাভ করে। এই ইভেন্ট থেকে মোট ৯টি পদক লাভ করে। মেয়েদের টেবিল টেনিস দলগত ইভেন্টের ফাইনালে খুলনা বিভাগকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের পক্ষে অংশগ্রহণ করে রেশমি, খইখই, ঐশী, মোনামী, ফারাবি। তবে ছেলেরা পারেনি স্বর্ণ পদক জিততে। তারা টেবিল টেনিস দলগত ইভেন্টে রাজশাহী বিভাগের কাছে ফাইনালে পরাজিত হয়ে রৌপ্য পদক জয় করে । চট্টগ্রাম বিভাগের পক্ষে অংশগ্রহণ করে হাসিব, প্রমিত, আল হাদি, নাবিল, রবিন।
এদিকে হ্যান্ডবল তরুণ বিভাগে দিনের একমাত্র খেলায় সিলেট বিভাগকে ৩৮–১৭ গোলে হারিয়ে চট্টগ্রাম বিভাগ শুভ সূচনা করেছে । আজ গ্রুপ পর্যায়ে দুটি খেলা অনুষ্ঠিত হবে। তরুনদের রাগবি ইভেন্টে দিনের একমাত্র খেলায় চট্টগ্রাম বিভাগ ১২–০০ পয়েন্টে রাজশাহী বিভাগকে পরাজিত করে। রাগবি তরুণী ইভেন্টের ১ম খেলায় চট্টগ্রাম বিভাগ ২৫–০০ পয়েন্টে রাজশাহী বিভাগকে এবং ২য় খেলায় ৪৬–০০ পয়েন্টে বরিশাল বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
তরুণদের হকিতে রংপুর বিভাগকে হারিয়ে চট্টগ্রাম বিভাগ ব্রোঞ্জ পদক লাভ করে। নির্ধারিত সময়ের খেলা ২–২ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪–২ গোলে চট্টগ্রাম জয়লাভ করে। স্কোয়াশের তরুণী এককে চট্টগ্রাম বিভাগের রাফিয়া ইসলাম ব্রোঞ্জপদক লাভ করে। আজ তরুণ এককের ফাইনালে চট্টগ্রাম বিভাগের সায়মন অংশগ্রহণ করবে। শুটিং ইভেন্টের এয়ার রাইফেল ১০মিটারে চট্টগ্রাম বিভাগের পক্ষে সুইক্রইচিং মারমা ব্রোঞ্জ পদক লাভ করে। তরুনদের কাবাডিতে সিলেট বিভাগকে ৪০–১৬ পয়েন্টে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে চট্টগ্রাম ।
তবে ফুটবলে একেবারে হতাশ করেছে চট্টগ্রাম। তরুনরা প্রথম ম্যাচেই হেরে বিদায় নিয়েছে আগেই। এবার তরুণীরাও সেমিফাইনালে রংপুরের কাছে ৭–২ গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম । ফলে এখন খেলতে হবে ব্রোঞ্জ পদকের জন্য। আগামীকাল অনুষ্ঠিত হবে ৩য় স্থান নির্ধারনী খেলা। কুস্তি থেকে চট্টগ্রাম তিনটি পদক পেলেও একটি স্বর্ণ পদক পায়নি। তরুনদের ৮০ কে.জি ওজন শ্রেণীতে চট্টগ্রাম বিভাগের মুসা রৌপ্য পদক লাভ করে। ৮০ কে.জি ওজন শ্রেণীতে মাহামুদুর ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া ৫৩ কে জি ওজন শ্রেণীতে উমহ্লে মার্মা রৌপ্য পদক লাভ করে। ৪০ কেজি ওজন শ্রেণীতে আমিনুল ব্রোঞ্জ পদক লাভ করে।