চট্টগ্রাম কারাগারে রুপম কান্তি নাথ নামে এক বন্দীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। এবার আলোচনায় এসেছে ফরহাদ হোসেন প্রকাশ রুবেল (২০) নামে আরেক বন্দীর নিখোঁজ হওয়ার ঘটনা। গতকাল শনিবার সকাল থেকে ওই বন্দী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কারাগার সূত্র। জানা গেছে, কারাগারের সব তালা খোলার পর বন্দী গণনা করা হলেও রুবেলকে পাওয়া যায়নি। এতে ওই বন্দীর নিখোঁজ হওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৪১৭) করেছে কারা কর্তৃপক্ষ। সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এ জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সকাল ৬টায় বন্দী গণনার সময় রুবেলকে পাওয়া যায়নি। রুবেল ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে ছিলেন। এরপর পুরো কারাগারে তল্লাশি চালানো হয়। বাজানো হয় পাগলা ঘণ্টা। পরিস্থিতি বিবেচনায় কারাগারের ভেতর অতিরিক্ত দাঙ্গা পুলিশও প্রবেশ করে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। তবে অপর একটি সূত্র জানিয়েছে, রুবেল হয়তো কারাগারের ভেতর কোথাও লুকিয়ে রয়েছেন। এর আগেও ২০১৮ সালে তিনি দুবার এমন কাজ করেছেন। সে সময় ড্রেন ও ছাদে লুকিয়ে ছিলেন তিনি।
এদিকে কারা কর্তৃপক্ষের জিডির বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি বলেন, ফরহাদ হোসেন রুবেল নামে হত্যা মামলার এক বন্দীকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সিনিয়র জেল সুপার একটি জিডি করেছেন। বিষয়টি আমরা দেখছি। এখন পর্যন্ত বলার মতো তেমন কোনো অগ্রগতি নেই। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য নিতে গতকাল দুপুর থেকে সিনিয়র জেল সুপার, জেলারসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তারা কেউ সাড়া দেননি।
সূত্র জানায়, নিখোঁজ রুবেল সদরঘাট থানার আবু কালাম প্রকাশ কালু (২৭) হত্যা মামলার একমাত্র আসামি। পূর্ব শত্রুতার জেরে গত ৬ ফেব্রুয়ারি ডিটি রোড রেলওয়ে মার্কেট এলাকায় সহপাঠী কালুকে ছুরিকাঘাত করে হত্যা করেন রুবেল। এ ঘটনায় কালুর মা মর্জিনা বেগম একটি হত্যা মামলা (নং ৩/২/২১) দায়ের করলে সদরঘাট থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রুবেল। পুলিশ সূত্র জানায়, রুবেলের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি ও সদরঘাট থানায় দুটি অস্ত্র মামলা রয়েছে। তার বাড়ি নরসিংদীতে।