নগরের চকবাজারের যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২০ জুন) দুপুরে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে এপিপি জাকারিয়া আল গিয়াস উদ্দীন বলেন, অস্ত্র মামলায় নূর মোস্তফা টিনু হাইকোর্টের আদেশে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।-বাংলানিউজ
চকবাজার কাপাসগোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর অস্ত্রসহ আটক হন নূর মোস্তাফা টিনু। তার স্বীকারোক্তি অনুযায়ী টিনুর বাসায় তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন এসআই রবিউল ইসলাম একই দিন বাদি হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।