কারাগারে মুশতাকের মৃত্যুর খবর জানানো হল আদালতকে

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় আদালতে প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছেন কারা কর্তৃপক্ষ। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। খবর বিডিনিউজের।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ৬ মে ঢাকা সিএমএম আদালত থেকে সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় মুশতাক আহমেদকে। পরে ২৪ অগাস্ট তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।, গত বৃহস্পতিবার সাডেন আনকনশাসনেসের কারণে কারা চিকিৎসকের তত্ত্বাবধানে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জরুরিভিত্তিতে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৮টা ২০ মিনিটে মুশতাককে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় গাজীপুর সদর (জিএমপি) থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে যার নম্বর ১৩। মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরদিন চাচাতো ভাই নাফিসুর রহমানের কাছে মুশতাকের মৃতদেহ হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের মগধরায় ৯ দরিদ্র পরিবারে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধবিদ্বেষ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ মুমিন হতে হবে