করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার দায়ে দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা চৌধুরী কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে আদালতে আবেদন করেছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরের অতিরিক্ত মুখ্য হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তিনি এ আবেদন করেন। পরে বিচারক কাশিমপুর কারাগারে থাকা সাবরিনাকে আগামী ২২ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেন। এ বছরের ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার দায়ে তাকে ১১ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই মামলায় তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে পৃথক তিন ধারায় এ কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলায় সাবরিনা এখন কারাবাস করছেন। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা প্রতারণার মামলার শুনানির দিনে সাবরিনার পক্ষে তার আইনজীবী প্রণব কান্তি কারাগারে মর্যাদা চেয়ে আবেদন করেন। তিনি আসামির উপস্থিতিতে শুনানি করারও আবেদন করেন। পরে নির্ধারিত শুনানিতে সাবরিনাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতী পরোয়ানা) জারি করেছে আদালত।