কারাগারে থাকায় মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে শাহাদাত

| শনিবার , ২২ মে, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার প্রভাবে লকডাউনের কারণে চট্টগ্রামে কয়েক লাখ হতদরিদ্র এবং বেকার মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে। করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। করোনাভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ ত্রাণ বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই আমি ব্যক্তিগত ও দলীয়ভাবে চট্টগ্রামে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রতিদিন আমার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছি। কিন্তু বিগত দুই মাস ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাকে কারাগারে বন্দি করে রাখায় সাধারণ মানুষগুলো ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থায় মহানগর বিএনপির পক্ষ থেকে মরহুম রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি গতকাল শুক্রবার ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চকবাজার ধুনিরপুল ফালাহ গাজী জামে মসজিদের সামনে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি, নাসির উদ্দিন, মো. সেকান্দর, ইব্রাহিম বাচ্চু, এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, এমরান উদ্দীন, এমদাদুল হক বাদশা, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, মোশাররফ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, আরিফুল ইসলাম ডিউক, হাফিজুল ইসলাম মিলন, মো. আলাউদ্দিন, আবদুল কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাথরিয়ায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার