কারাগারে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান (ভিডিও সহ)

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২১ অক্টোবর, ২০২১ at ১:১৩ অপরাহ্ণ

বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রথমবারের মতো আর্থার রোড কারাগারে ছেলের সঙ্গে দেখা করেছেন। গত ৮ অক্টোবর থেকে তার ছেলে আরিয়ান খান মুম্বাই ক্রুজ ড্রাগস মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে সেখানে বন্দী আছেন। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

করোনার কারণে দেখা করা নিয়ে বিধিনিষেধ থাকলেও গতকাল বুধবার তা শেষ হয়েছে। ফলে, আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রের কারাগারে যান শাহরুখ খান এবং আরিয়ান বন্দী হওয়ার পর প্রথমবারের মতো সেখানে গেলেন তিনি।

আরিয়ানের সঙ্গে শাহরুখ খানের বৈঠক প্রায় ১৬ থেকে ১৮ মিনিট স্থায়ী হয়েছিল। তাদের মধ্যে একটি কাচের পার্টিশন ছিল এবং তারা ইন্টারকমের মাধ্যমে কথা বলেন। শাহরুখ খান যখন তার ছেলের সঙ্গে কথা বলেছিলেন তখন জেল কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন গতকাল বুধবার আবারও নাকচ করেন বিচারক। গত ৩ অক্টোবর মুম্বাই ক্রুজ ড্রাগস মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে গ্রেপ্তার করে।

আরিয়ান খানের জামিন আবেদন প্রত্যাখ্যান করার সময় বিচারক ভিভি পাতিল বলেছিলেন, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে প্রমাণ আছে। যদিও আরিয়ান খানের কাছে মাদক দ্রব্য পাওয়া যায়নি। কিন্তু, আরিয়ান এবং আরবাজ মার্চেন্ট ভাল বন্ধু। তারা ২ অক্টোবর একসঙ্গে আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালে ভ্রমণ করে। যাতে বোঝা যায়, আরিয়ান নিষিদ্ধ বস্তু সম্পর্কে জানত।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিংকে: https://rb.gy/yvatqb

পূর্ববর্তী নিবন্ধফের পেছালো এস কে সিনহা মামলার রায়
পরবর্তী নিবন্ধজুলুসে যাওয়া হলো না আহাদের, পুকুরে ডুবে মৃত্যু