কারাগারে ইমরানের খাবারে বিষ মেশানোর শঙ্কা স্ত্রী বুশরা

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:৪২ পূর্বাহ্ণ

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের সাজা পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন দেশটির একটি আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর ইমরান কারাবন্দী। জেলখানায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া খাবারে বিষ মেশানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি করছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। খবর বাংলানিউজের।

পাঞ্জাবের আটোক বিভাগীয় কারাগারে বন্দি থাকা ইমরানের খাবারে বিষ মেশানোর আশঙ্কা থেকে সেখানকার স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি লেখেন বুশরা। গত ১৭ আগস্ট লেখা চিঠিতে তিনি তার স্বামীকে আটোক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন করেন শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বুশরার চিঠির বিষয়টি প্রকাশ করে।

বুশরা পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, পাকিস্তান তেহরিকইনসাফের (পিটিআই) বর্তমান চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মুখে। তিনি দুবার হামলার শিকার হয়েছেন। যার মধ্যে অস্ত্র হামলাও রয়েছে। উল্লেখযোগ্য হলো খাবারের মাধ্যমে জেলে তাকে বিষ প্রয়োগ করা হতে পারে। কারণ আগের হামলাকারী ও এর পরিকল্পনাকারীরা সংখ্যায় অনেক। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করেনি। তিনি আরও অভিযোগ করেন, ইমরানকে ঘরের রান্না করা খাবার খেতে দেওয়া হচ্ছে না। তার সেলে বাসার রান্না করা খাবার নিতেও দেওয়া হচ্ছে না। এটি আইন ও তার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইমরান খান বি ক্যাটাগরির সেলে থাকার অধিকার রাখেন উল্লেখ করে বুশরা আরও লেখেন, আমার স্বামীকে এমন সেলে রাখা হয়েছে সেখানে সাধারণ সুবিধাও নেই। যা জেল কোডের পরিপন্থী। ইমরানকে বি ক্যাটাগরির সেলে নেওয়ার অনুরোধ করছি। তাকে যেন ঘরের খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয়। তাকে সেবা দেওয়ার জন্য যেন ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধদাবানল : কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গ্রেপ্তার