কারাগারে ইমরানের এক বছর, পিটিআইয়ের জনসভা

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তানে বিশাল জনসভার আয়োজন করেছে পাকিস্তান তেহরিকই ইনসাফ (পিটিআই)। সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের এক বছর উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। বিশাল জনসমাবেশে ইমরানের মুক্তির দাবি জানানো হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন খবর জানিয়েছে।

প্রচণ্ড গরম উপেক্ষা করেই শাহ মানসুর শহরে আয়োজিত জনসভায় দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ইমরান খানের ছবি। এসময় এক বছর ধরে কারাবাসে থাকা নেতার মুক্তি দাবি করেন তারা। সমাবেশে, ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা বলেন, লাহোর, ইসলামাবাদসহ দেশব্যাপী সমাবেশ করার পরিকল্পনা রয়েছে পিটিআইএর।

পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, লক্ষ্য অর্জনের জন্য (ইমরান খানের মুক্তি) আমরা ইতোমধ্যে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি। এখন পিছপা হওয়া যাবে না। নইলে সব বৃথা যাবে। ব্যারিস্টার গোহার বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে মিথ্যা মামলায় বন্দী করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব হয়রানি করা হচ্ছে বলে ফেডেরাল সরকারকে দায়ী করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় সংঘাত অব্যাহত, ২৪ ঘণ্টায় ৪৫ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের কয়েকটি শহরে ফের দাঙ্গা, গ্রেপ্তার চার শতাধিক