কারাগারে আসামির মৃত্যু, মামলা তদন্তে পিবিআই

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রুবেল দে নামের এক আসামির মৃত্যুর ঘটনায় ওসি, জেল সুপারসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এ আদেশ দেন। বাদীর আইনজীবী অজয় ধর আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুবেল দে’র স্ত্রী পুরবী পালিত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে সেদিন আদালত কোনো আদেশ দেননি। ১৬ আসামি হলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, এসআই এস এম আবু মুসা, মাঈন উদ্দিন, এএসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল কামাল, আসাদুল্লাহ, এসআই রিযাউল জব্বার, ডিউটি অফিসার (নাম উল্লেখ করা হয়নি), কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, জেলার মোহাম্মদ এমরান হোসেন মিয়া, ডেপুটি জেলার সুমাইয়া খাতুন, ইব্রাহীম ও ওয়ার্ড মাস্টার (নাম উল্লেখ করা হয়নি)

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫() ধারায় করা মামলার আরজিতে বলা হয়, বোয়ালখালীর খরণদ্বীপ এলাকা থেকে গত ২৭ জানুয়ারি ভিকটিম রুবেল দে’কে গ্রেপ্তার করে পুলিশ। ছাড়ার জন্য তার পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। অন্যথায় ৫০০ লিটার চোলাই মদ দিয়ে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হবে বলে হুমকি দেওয়া হয়। দাবি অনুযায়ী ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে ২০০ লিটার চোলাই মদ জব্দ দেখিয়ে রুবেল দে’র বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরদিন ২৮ জানুয়ারি আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরজিতে বলা হয়, কারাগারে রুবেল দে’কে গত ২ ফেব্রুয়ারি পরিবারের লোকজন দেখতে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখা যায়। কীভাবে এমনটা হলো তা জানতে চাইলে কারারক্ষীরা পরিবারের লোকদের তাড়িয়ে দেন। উপায় খুঁজে না পেয়ে রুবেল দে’র চিকিৎসার জন্য আদালতে একটি আবেদন করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে তাকে চিকিৎসা দিতে নির্দেশ দেন। এরমধ্যে ৫ ফেব্রুয়ারি খবর আসে রুবেল দে মৃত্যুবরণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম কমতে পারে, ইঙ্গিত প্রতিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধদুর্নীতিমুক্ত অর্থ ব্যবস্থা গড়ার প্রত্যয় অর্থ প্রতিমন্ত্রীর