কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু হাসপাতালে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

মো. জামাল উদ্দিন প্রকাশ জামাল ডাকাত (৬৭) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির (বন্দি নং ২৬৮৩/২২) মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়ার ইনিয়নের বাসিন্দা।

পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান জানান, সাতকানিয়া থানার মামলায় (নং ১৬(২)২২ ও ৯(১১)২২) পরোয়ানামূলে জামাল গত ১১ ফেব্রুয়ারি জেল হাজতে আসে।

গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ভোর ৪টা ১৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধীরাই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করে : নজিবুল বশর এমপি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ শিপিং এজেন্টস এসোর বার্ষিক সাধারণ সভা