পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এবং দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির বিচার কার্যক্রম কারাগারের ভেতরেই চলবে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) অভিযোগে মামলার কার্যক্রম পরিচালনা করা হবে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গতকাল সোমবার কারাগারে বিচারের বিষয়ে অনুমোদন দিয়েছে। সভায় দেওয়া আইন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, কারাগারে বিচার কার্যক্রম পরিচালনার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইমরান খানের বিচারকাজ আদিয়ালা কারাগারের ভেতরেই হওয়া উচিত। তবে কারাগারের ভেতরে বিচারকাজ পরিচালনার বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার আন্ত আদালতে এর শুনানি হওয়ার কথা রয়েছে। খবর বাংলানিউজের।