কারবালার ইতিহাস সত্যকে ধারণ করার সাহস যোগাবে

পটিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

পটিয়া দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় গত ১২ জুলাই শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী মাহফিলের ৫ম দিবস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নুরুল আমিন টিটুর সঞ্চালনায় এতে সংবর্ধেয় অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ হষহত মোতাহেরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম। আলোচক ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আততাহেরী , আবু তারেক মিয়াজী। বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান আবু তাবেল মঈনী, মহাসচিব তাকছির সওদাগর। বক্তারা বলেন, জুলুম নির্যাতনের পরও ইমাম হোসাইন ও আহলে বায়তে রাসূলেরা সত্যের পথে অটল ছিলেন। সত্যকে ধারণ করে জীবনও বিসর্জন দিয়েছেন। ইমাম হোসাইন নিপিড়ীত মানুষের প্রেরণা হয়ে সবসময় সত্যকে ধারণ করতে সাহস যোগাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েট ’৮৬ এর মাসিক সভা
পরবর্তী নিবন্ধ২৭ শিক্ষার্থীকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান