সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। অগ্নিকাণ্ডে দগ্ধদের গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, নগর বিএনপির পক্ষ থেকে অগ্নিদগ্ধদের রক্ত দিয়ে সহযোগিতা করতে নগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি এবং ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সকল ডাক্তারদের হতাহতদের চিকিৎসায় পাশে থাকার আহ্বান জানাই। আমাদের নির্দেশনা পেয়ে শনিবার রাত থেকেই নেতাকর্মী, ড্যাবের সকল ডাক্তার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগর বিএনপি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন আহতদের চিকিৎসায় যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
এর আগে ডা. শাহাদাত, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ড্যাব নেতৃবন্দ চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন। রোগীর স্বজনদের নিকট নগদ অর্থ সহায়তা করেন। আবুল হাশেম বক্কর নিহতদের পরিবারকে সমবেদনার পাশাপাশি যে সকল ডাক্তার, নার্স, ফায়ার সর্ভিস, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল চিকিৎসা ও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তাদের ধন্যবাদ জানান।