কারখানা বন্ধের পর উত্তরা ইপিজেডে সংঘর্ষ, শ্রমিক নিহত

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানা বন্ধের জেরে বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ইপিজেডের এভারগ্রিন কারখানায় শ্রমিক বিক্ষোভের পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত হাবিবুর রহমান ইকু ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানার শ্রমিক ছিলেন। তিনি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়ের কাজীরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে। গুরুতর আহত পাঁচজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিডিনিউজের।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভীরুল ইসলাম বলেন, আমাদের এখানে মোট ছয়জনকে নিয়ে আসা হয়। নীলফামারীর ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম বদরুদ্দোজা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের মব সৃষ্টির সুযোগ নেই। প্রশাসনিক পর্যায়ে আলোচনা চলছে। ইপিজেডের সকল কারখানা আপাতত বন্ধ রয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এভারগ্রীণ প্রোডাক্টস ফ্যাক্টরী বিডি লিমিটেড নামে একটি পরচুলা কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। সোমবার হঠাৎ করেই কারাখানা বন্ধের ঘোষণা দেয় কোম্পানি কর্তৃপক্ষ। এর জের ধরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে অবস্থান নেন ওই শ্রমিকরা। ইপিজেডের অন্য কারখানার শ্রমিকদেরও তারা কাজে যোগ দিতে বাধা দেন।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে এলপিজির দাম কমল কেজিতে ২৪ পয়সা