নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণ কায়েমী স্বার্থবাদীদের আর চায় না। তারা বহু বছর ধরে ওই দলগুলোর শাসন দেখেছে এবং এখন পরিবর্তন চায়। তারা আল্লাহর আইন ও সৎ নেতৃত্বের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। গতকাল শুক্রবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের আনন্দীপুর এলাকায় গণসংযোগ ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। সভাপতিত্ব করেন ২৪ নং প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাকছুদুর রহমান। আনন্দীপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার আবদুল মালেক, ওয়ার্ড সহ সভাপতি আজিজুল হক, ওয়ার্ড সেক্রেটারি হাফিজুর রহমান, বসুন্ধরা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি রাশেদুজ্জামান, ওয়ার্ড সেক্রেটারি সাখাওয়াত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।