বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শহীদ কামাল চির জাগরুক হয়ে থাকবে বলে মত প্রকাশ করেছেন কামাল স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভার বক্তারা। গতকাল শনিবার নগরীর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় উপরোক্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। কামাল স্মৃতি সংসদের সভাপতি আনিসুর রহমান লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক হোসেন পাপ্পুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাশেদ মনোয়ার, জামশেদুল আলম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, মাকসুদুল আলম বাবুল, মাহাবুবুল হক সুমন, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, আতাউল্লা চৌধুরী, শওকত হোসাইন, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম, ওয়াহিদুল আমিন, মো. ইব্রাহিম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, সাইফুদ্দীন আহমেদ, নায়েবুল ইসলাম ফটিক, ইমরান আহমেদ ইমু, মোহাম্মদ আলী মিঠু, রাকিবুল ইসলাম রাকিব, আশীষ সরকার নয়ন, ইবনে জামান ডায়মন্ড, তন্ময় দাশগুপ্ত, মোহাম্মদ তাসিন প্রমূখ।












