কামাল আহমদ চৌধুরী

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৩ অপরাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চৌধুরী পাড়া নিবাসী শিক্ষাবিদ কামাল আহমদ চৌধুরী গতকাল বুধবার সকাল ১১ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাঁশখালী পুকুরিয়াস্থ চৌধুরী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। কামাল আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করেছেনবাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, মিত্র বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আইয়ুব, আবু ওবাইদা আরাফাত, মিজান বিন তাহের, কবি কমরুদ্দিন আহমদ, আরকানুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিহির কানুনগো
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি