হজযাত্রীদের অর্থ নিয়ে প্রতারণা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করায় দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পরিচয়ধারী মো. কামরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবুর দেশ ত্যাগে বিরত রাখা ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। খবর বাংলানিউজের।
চিঠিতে বলা হয়, ২০২৪ সালের হজ মৌসুমে দিয়া ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নং–০০৫৪) চেয়ারম্যান পরিচয়ধারী মো. কামরুল ইসলাম (৪৬৫, ৫ম তলা, রোড–৮, বারিধারা ডিওএইচএস, ঢাকা, মোবাইল নম্বর– ০১৩০৩৩৮০৬৩০, জাতীয় পরিচয়পত্র নম্বর– ৩৯১৬১৬৬৫১৩৩৭৯) এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবু (গদাধর, মীরবাগ, কাউনিয়া, রংপুর, জাতীয় পরিচয়পত্র নম্বর– ৮৫১৪২৪০২৪৫৪৮৭, পাসপোর্ট নম্বর– এ১৩৪৫৬৮৫৭, মোবাইল নম্বর– ০১৭৯৩৮৭২০৬৩) ২০ জন হজযাত্রীকে আল ঈমান হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (০৬১৯) অধীনে নিবন্ধন করান।