কামরুন নাহার খানম

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলের সাবেক শিক্ষিকা কামরুন নাহার খানম (৬৬) গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি ক্যান্সার ও করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় পুরাতন রেলওয়ে স্টেশনের সামনের কম্পাউন্ডে নামাজে জানাজা শেষে তাকে নগরীর চৈতন্যগলি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তিনি জেনুইন গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আবদুস সালামের স্ত্রী। কামরুন নাহার খানমের মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতালা ভেঙে নিয়ে গেছে স্বর্ণ ও নগদ টাকা
পরবর্তী নিবন্ধসৈয়দ আব্দুল মালেক