নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় কামরাঙ্গা ফল পাড়তে গিয়ে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. আরাফ (১১)। দেওয়ানহাট এলাকার দিঘীর পাড় মসজিদ এলাকার মো. জাফরের ছেলে তিনি। শিশু আরাফ নগরীর কয়েজিয়েট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গত শুক্রবার দুপুরের দিকে শিশু আরাফের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ দৈনিক আজাদীকে বলেন, নিজেদের গাছ থেকে কামরাঙ্গা ফল পাড়তে দেয়াল বেয়ে উঠেছিল শিশু আরাফ। দেয়ালটি নড়বড়ে ছিল। একপর্যায়ে সেটি ধসে পড়লে গুরুতর আহত হয় আরাফ। একপর্যায়ে তিনি মারা যান। তিনি কলেজিয়েট স্কুলের ছাত্র কিনা বলতে পারব না। এ ঘটনায় কোন অপমৃত্যু মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, আরাফের পরিবার ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে আসে। এ জন্য ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।