কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ জুন, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আবদুস সালাম (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর মুরাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুস সালামের বাড়ি হাটহাজারীর ইউনুছ নগর এলাকায়। তিনি ওই এলাকার খানজা খান বাড়ির জানে আলমের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া আজাদীকে বলেন, মুরাদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধখতিবেরহাটে মদের কারখানা আবিষ্কার, গ্রেপ্তার ৬