কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ম্যাক্সিমা, আহত ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার বার কোয়ার্টার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি ম্যাক্সিমা গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ম্যাক্সিমার দুই যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুত গতির একটা কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয় ম্যাক্সিমাকে। এতে ম্যাক্সিমার সামনের চাকা ভেঙে আলাদা হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় পেছনের অংশ। এ সময় পেছনের সিটে থাকা দুই যাত্রী আহত হন। আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এ দুর্ঘটনার বিষয়ে অবগত নন বলে আজাদীকে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থেকে সড়ক দুর্ঘটনায় আহত কাউকে হাসপাতালে আনা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে আলোচনায় কারা
পরবর্তী নিবন্ধস্বতন্ত্ররা জোট করলে বিরোধী দল হতে পারবে না জাপা