কাভার্ডভ্যান থেকে কাপড়ের রোল চুরি

চালকসহ আটক তিন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে চোরাই কাপড়ের রোলসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত সোমবার চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে করে এসব রোল ঢাকা নিয়ে যাওয়ার পথে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার পাদরি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৮), চাঁদপুর জেলার কচুয়া থানার কুন্ডপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. শহিদ উল্লাহ (৪৭) ও পটুয়াখালী জেলার মির্জাপুর থানার দক্ষিণ গাবুয়া এলাকার আলী হোসেনের ছেলে আল আমিন (২৫)। তারা সকলেই আটক হওয়া ট্রাকের চালক ও হেলপার বলে জানা গেছে। র‌্যাব জানায়, ২০ ফেব্রুয়ারি জেএম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আনারুল ইসলাম র‌্যাবের কাছে অভিযোগ করেন, জেএম ট্রেডার্সের কিছু কাপড়ের রোল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পৌঁছে দেওয়ার জন্য কাভার্ডভ্যান চালক মো. জাহিদুল ইসলামের সাথে চুক্তি করা হয়। সে অনুযায়ী ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বন্দর থেকে ৩০০টি কাপড়ের রোল কাভার্ডভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। জাহিদুল ইসলাম তার অপর দুই সহযোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে কৌশলে ১১টি ফেব্রিঙ কাপড়ের রোল চুরি করে এসএ পরিবহনের মাধ্যমে আবার চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় পাঠানোর জন্য বুকিংয়ের চেষ্টা করে। এমন অভিযোগের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি র‌্যাবের একটি দল এসএ পরিবহন বারৈয়ারহাট শাখায় মালামাল বুকিং করার সময় তিনজনকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা ১১টি ফেব্রিঙ কাপড়ের রোল উদ্ধার করে। উদ্ধারকৃত কাপড়ের রোলের দাম ৪ লক্ষ ৯৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে যে আগেও একাধিকবার চুরি করে তারা এভাবে পণ্য বিক্রি করেছে।

পূর্ববর্তী নিবন্ধক্লু লেস মামলার রহস্য উদঘাটন করল পিবিআই
পরবর্তী নিবন্ধভাগ্নীকে ধর্ষণের দায়ে মামার যাবজ্জীবন