কর্ণফুলীর শিকলবাহায় ৩৯ হাজার ইয়াবা উদ্ধার মামলায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কাভার্ডভ্যান চালক মো. জাহাঙ্গীর ও তার সহযোগী আজিজুল হক। এরমধ্যে জাহাঙ্গীর টেকনাফের এবং আজিজুল উখিয়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় হাজির ছিলেন না। জামিনে গিয়ে পলাতক তারা। এ জন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী দৈনিক আজাদীকে জানান, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০২১ সালের ৮ জুলাই কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকা থেকে ৩৯ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর ও আজিজুলকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা। কিন্তু ধরে পড়ে যায়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তখন একটি মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় একই বছরের ২১ জুলাই তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারক।