কাভার্ডভ্যানে ‘ফিলিং স্টেশন’, ৫০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে রাখা সিলিন্ডার থেকে অটোরিকশায় গ্যাস রিফিলিং (বিক্রি) করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, সংঘবদ্ধ চক্র কাভার্ডভ্যানে বিশেষ প্রক্রিয়ায় নিম্নমানের সিলিন্ডার বসিয়ে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস নিয়ে আসে। এসব কাভার্ডভ্যান কেরানীহাট, ঢেমশার দাইমারখীল ও দেওদীঘিসহ বিভিন্ন স্থানে রেখে সিলিন্ডার থেকে ঝুঁকিপূর্ণভাবে অটোরিকশায় রিফিলিং করে। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী গতকাল কেরানীহাট এলাকায় অভিযান চালান। এ সময় কাভার্ডভ্যানে রাখা সিলিন্ডার থেকে অটোরিকশায় গ্যাস রিফিলিং করার সময় আবদুস ছাত্তার নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, তারা যে প্রক্রিয়ায় গ্যাস বিক্রি করছে এটা অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধইয়াবা পাচার মামলায় একজনের যাবজ্জীবন