সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিংস্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী দৈনিক আজাদীকে বলেন, লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর, ১নং ওয়ার্ডের গোলাম নবীর পুত্র মোক্তার আহমদ (৪৭) কে হাতেনাতে আটক করা হয়।
ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।