কাভার্ডভ্যানের ধাক্কায় টুকরো হল বাইক, আহত আরোহীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ইমরানুল হক জায়েদ (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। আহত অপরজনও হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ইমরানুল হক জায়েদ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মধ্য বানিয়াছড়া গ্রামের মাস্টার মোহাম্মদ জাকারিয়ার পুত্র। তিনি রামু সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাতটার দিকে জায়েদ ও আরিফ লামা উপজেলার ফাইতং এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি টুকরো টুকরো হয়ে দুই বন্ধু দুদিকে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জায়েদ মারা যায়।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনায় আহত জায়েদ চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক রতনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউপাচার্যের বিশেষ বিবেচনায় পাস ১৭৭ ভর্তিচ্ছু
পরবর্তী নিবন্ধসরকারি ব্যয়ে বিমানের প্রথম শ্রেণিতে বিদেশ সফর স্থগিত