বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কাবাডি ইভেন্টের সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা আজ এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা সমূহ সম্পন্ন হয়েছে। গতকাল তরুণদের খেলায় কুমিল্লা জেলা ৫৫–১৮ পয়েন্টে কক্সবাজার জেলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে চাঁদপুর জেলা ৬০–৩২ পয়েন্টে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
এছাড়া খাগড়াছড়ি জেলা ৪৪–৩৬ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে এবং শেষ ম্যাচে রাঙামাটি জেলা দল ২০–০ পয়েন্টে ফেনী জেলা দল সেমিফাইনাল নিশ্চিত করে। অপরদিকে তরুণীদের বিভাগে রাঙামাটি জেলা দল ২০–০ পয়েন্টে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৪৬–১৩ পয়েন্টে লক্ষ্মীপুর জেলা দলকে, খাগড়াছড়ি জেলা দল ৩৮–১৮ পয়েন্টে কক্সবাজার জেলা দলকে এবং শেষ ম্যাচে কুমিল্লা জেলা দল ২০–০ পয়েন্টে ফেনী জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। আজ শেষ হবে তরুণ এবং তরুণীদের কাবাডি প্রতিযোগিতা। এদিকে গতকাল আর কোন ইভেন্টের খেলা ছিল না।
এদিকে ফুটবল ইভেন্টে চট্টগ্রাম জেলা তরুণ ও তরুণী দলের শুভ সূচনা হয়েছে। গতকাল ফেনীর ভাষা সৈনিক শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে তরুণীদের ইভেন্টে চট্টগ্রাম জেলা ফুটবল দল নোয়াখালী জেলা দলের বিপরীতে ওয়াকওভার লাভ করে।
তরুণদের খেলায় চট্টগ্রাম জেলা ফুটবল দল নোয়াখালী জেলা দলের সাথে খেলার নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র করে। পরে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে চট্টগ্রাম জেলা দল ৪–৩ গোলে নোয়াখালী জেলা দলকে পরাজিত করে।