পাঁচ দশকের বেশি সময় পর কাবাডি টেস্ট সিরিজ খেলতে নেমে আলো ছড়াল বাংলাদেশ। নেপালকে উড়িয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল মিজানুর–রাজিবরা। পল্টনে শনিবার সিরিজের প্রথম ম্যাচে ৫৩–২৯ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য করে ২৮–১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবে আজ রোববার। এরপর ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি হবে বাকি তিনটি ম্যাচ।