কাফনের কাপড় পড়ে লোহাগাড়ায় যুবদলের মিছিল

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৯:২১ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কাফনের কাপড় পড়ে লোহাগাড়ায় মিছিল করেছে যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীরা।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিনের নেতৃত্বে ৯ জন নেতাকর্মী লোহাগাড়া উপজেলা মটর স্টেশনে অবরোধের সমর্থনে কাফনের কাপড় পড়ে মিছিল করেছে।

উপজেলার মা-মনি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি মা-শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় শেষ হয়।
এসময় তাঁরা অবৈধ তফসিল মানিনা মানবোনা সহ নানা ধরনের স্লোগান দেয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে নৌকার বৈঠা ধরে রেখেছেন পুরনো মাঝিরাই
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা