আনোয়ারায় অবস্থিত বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানা লিমিটেডের (কাফকোর) উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস অনুষদের শিক্ষার্থীরা।
সম্প্রতি সিআইইউর বিজনেস অনুষদের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে ‘অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ কোর্সের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান। এই সময় তারা কাফকোর সার উৎপাদন, প্রক্রিয়া, মজুদ, জনবলসহ নানান কার্যক্রম ঘুরে দেখেন। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী সার কারখানা লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) জিয়াউল আবেদীন, ম্যানেজার মো. খায়রুল আমিন, এইচ আর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সেলিম উল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা সামিনাজ হাসান, রিয়াজ মমতাজ চৌধুরী, মো. মহিউদ্দিন প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।